লগইন এবং সাইন-ইন এই দুটোই মূলত একই অর্থে ব্যবহৃত হয়। দুইটা শব্দই ব্যবহার হয় কোন একটি প্রাইভেট সিস্টেমে অথবা কোন ওয়েবসাইটে এর অ্যাকাউন্ট এ প্রবেশ করার জন্য।
সাধারনত, লগইন দিয়ে বোঝায় কোন একটি সিস্টেমে ইউজার এর অ্যাকাউন্ট টি আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে। এবং এখন শুধু ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন এর মাধ্যমে প্রবেশ করা হবে। আর, সাইন-ইন দিয়ে বোঝায় ইউজার তার বিভিন্ন ইনফরমেশন (যেমন, ইমেইল, পাসওয়ার্ড, নামে, জন্ম তারিখ) দিয়ে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করে নেবে।
যদিও বর্তমানে এই দুইটি টার্ম একই অর্থে ব্যবহৃত হয়ে আসছে। এবং অধিকাংশ সাইট এখন এগুলো এই অর্থেই ব্যবহার করে যা হল, ইউজার তার আগে থেকে থাকা অ্যাকাউন্ট এর অ্যাকসেস পাওয়ার অর্থে।