avatar
+৪ টি ভোট

ইউটিউব অ্যাপ কেটে দিলে ভিডিও চলবে এমন কোনো উপায় আছে?

ইউটিউব এ কোনো ভিডিও চলাকালে অ্যাপটি কেটে দিলে ভিডিও চলা বন্ধ হয়ে যায় কেন? এমন কি কোনো উপায় আছে যে, অ্যাপ কেটে দিলেও ভিডিও চলবে?

1 টি উত্তর

avatar
+৫ টি ভোট

ইউটিউব ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক হচ্ছে একটি প্রিমিয়াম ফিচার। ইউটিউব অ্যাপে এটা ব্যাবহার করার জন্যে আপনাকে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে। তবে কিছু উপায় আছে যেগুলো ব্যাবহার করে সহজেই এই ফিচার টি অ্যাচিভ করা সম্ভব। এখানে সেগুলোর একটা দেখানো হলো।

আমি এখানে যে মেথড টি দেখবো সেটা হচ্ছে ফায়ারফক্স ব্রাউজার ব্যাবহার করার মাধ্যমে। তাই বুঝতেই পারছেন আপনার ফায়ারফক্স ব্রাউজার লাগবে। তো ফায়ারফক্স ব্রাউজার টি আগে প্লেস্টোর থেকে ডাউনলোড করে নিন।

  • ফায়ারফক্স ব্রাউজারে এসে থ্রি ডট মেনু তে ক্লিক করুন। এবার Add-ons অপশনে যেতে হবে। imageimage
  • Add-ons থেকে Video Background Play Fix এই এড-অন টি ইন্সটল করুন প্লাস আইকনে ক্লিক করে। চাইলে Incognito মোডের জন্যও চালু করে দিতে পারেন।image

উপরের এইটুকু করতে পারলেই কাজ শেষ। এবার সেই ফায়ারফক্স ব্রাউজার থেকে ইউটিউব এর ওয়েবসাইটে প্রবেশ করুন। এবং একটি ভিডিও প্লে করুন। যেমন আমি এখানে জাকির নায়েক এর একটি লেকচার চালু করে দিলাম। এবার হোম বাটন চেপে কেটে দিলেও দেখবেন ভিডিও চলমান।image

আবার চাইলে পিকচার ইন পিকচার মোডেও দেখতে পারবেন। তার জন্য ভিডিওটি আগে ফুল স্ক্রীনে দিয়ে তারপরে হোম বাটন মাধ্যমে কেটে দিতে হবে। তাহলেই পিকচার ইন পিকচার মোডে পেয়ে যাবেন।image image


এভাবে ফায়ারফক্স ব্রাউজার ব্যাবহার করে সহজেই ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক এর মজা নিতে পারবেন। ভালো লাগলে একটি আপভোড দিন। আপনার মতামত কমেন্ট করুন।

এরকম আরও প্রশ্ন

avatar
+৩ টি ভোট
প্লে স্টোর থেকে কোন অ্যাপ ডাউনলোড করতে পারি না যায়গা না থাকার কারনে, কোন উপায় আছে?
পুরাতন ফোনে জায়গা না থাকার কারনে প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে পারি না। এখন কি উপায়ে ডাউনলোড করতে পারবো?

টি উত্তর
avatar
+৪ টি ভোট
ভাষা শেখার জন্য কোন অ্যাপ আছে?
আমি আরবি ভাষা শিখতে চাই। এমন কোন অ্যাপ আছে যেটা দিয়ে আমি আরবি সহ যে কোন বিদেশ ভাষা শিখতে পারবো।
avatar
+৩ টি ভোট
মোবাইলে ভেক্টর আর্ট তৈরির জন্য কোনো অ্যাপ আছে? থাকলে বেস্ট কোনটি?
মোবাইলে অ্যাডোব ইলাস্ট্রেটর এর মতো ভেক্টর আর্ট তৈরি করার জন্য কোনো অ্যাপ আছে কি? থাকলে এদের মধ্যে বেস্ট অ্যাপটির নাম বলুন।
avatar
+৪ টি ভোট
ফটো এডিটিং এর জন্য কোন অ্যাপ সবচেয়ে ভালো হবে?
স্মার্ট ফোনে ফটো এডিটিং এর জন্য কি কি অ্যাপস আছে। এগুলোর মধ্যে কোনটি ব্যবহার করা সবচেয়ে ভালো হয়।
avatar
+৩ টি ভোট
বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কে?
ইউটিউবে আমরা অনেক ইউটিউবারের ভিডিও দেখে থাকি। এর মধ্যে থেকে এই মুহুর্তে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কে। সে কোন দেশের নাগরিক?

২৭৫ টি প্রশ্ন

২৬৭ টি উত্তর

৩০ টি মন্তব্য

৪৩ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar
  2. avatar
  3. avatar
  4. avatar
  5. avatar

সাম্প্রতিক ব্যাজ সমুহ

rushani একটি ব্যাজ পেয়েছেন
admin ১১ ৫৬ একটি ব্যাজ পেয়েছেন
rushani একটি ব্যাজ পেয়েছেন
ashraf97 একটি ব্যাজ পেয়েছেন
admin ১১ ৫৬ একটি ব্যাজ পেয়েছেন
...