avatar
+৩ টি ভোট

বিট এবং বাইট এর মধ্যে পার্থক্য কি?

কোথাও ইন্টারনেট স্পিড এত মেগাবাইট কোথাও মেগাবিট! এই বিট এবং বাইট কি ভিন্ন দুটি ইউনিট? ভিন্ন হলে এদের মধ্যে পার্থক্য কি?

1 টি উত্তর

avatar
+৩ টি ভোট

বিট এবং বাইট হলো কম্পিউটার এর ফাইল সাইজ এর একক। 


আর বিট হলো কম্পিউটার এর সবচেয়ে ক্ষুদ্রতম একক। আমরা জানি কম্পিউটার বাইনারি সিস্টেমে কাজ করে। যার মানে এটি শুধু 0 এবং 1 কে চিনতে পারে। এখানে, একটি বিট  এক সময়ে শুধু মাত্র সেই দুই ধরনের ভ্যালু ধারণ করতে পারে (0 অথবা 1)। আবার দুইটি বিট এক সময়ে চার ধরনের ভ্যালু ধারণ করতে পারে (00, 01, 10, 11)। একইভাবে n সংখ্যক বিট 2n সংখ্যক ভিন্ন ভ্যালু ধারণ করতে পারে।


বিট এর পরে সবচেয়ে ক্ষুদ্রতম একক হলো বাইট। ৮ বিট সমান ১ বাইট।

এরকম আরও প্রশ্ন

avatar
+৩ টি ভোট
32 বিট এবং 64 বিট প্রসেসর এর মধ্যে পার্থক্য কি?
ডিজিটাল ডিভাইস সেটা মোবাইল হোক কিংবা কম্পিউটার দেখা যায় যে কোনো ডিভাইজে 32 বিট প্রসেসর থাকে আবার কোনো ডিভাইজে 64 বিট প্রসেসর থাকে। এখন আমার প্রশ্ন হলো এদের মধ্যে পার্থক্য কি এবং কোনটি ভালো!
avatar
+৪ টি ভোট
লগইন ও সাইন-ইন এর মধ্যে কোন পার্থক্য আছে কি?
অনেক ওয়েবসাইটে দেখা যায় লগইন অপশন, তবে কিছু কিছু ওয়েবসাইটে লগইন এর বদলে সাইন-ইন এই লেখাটি ব্যাবহার করে। এরকমটা কেন? দুই টা কি ভিন্ন ভিন্ন টার্ম? এদের মধ্যে পার্থক্যটা কি?
avatar
+৫ টি ভোট
ওয়ারেন্টি এবং গ্যারান্টি এর মধ্যে পার্থক্য কি?
কোনো পণ্যে ওয়ারেন্টি এর উল্লেখ দেখা যায় আবার কোনো পণ্যে গ্যারান্টি এর উল্লেখ দেখা যায়। এই দুটি কি একই নাকি ভিন্ন? ভিন্ন হলে এদের পার্থক্য কি?

টি উত্তর
avatar
+২ টি ভোট
পয়জন (poison) এবং ভেনম (venom) এর মধ্যে পার্থক্য কি?
প্রায়শই এরকম শুনে থাকি যে কোনো কোনো গাছের ফল কিংবা কীট-পতঙ্গ কিংবা সাপ পয়জনাস আবার কোনগুলো ভেনোমাস। ইংরেজি থেকে পয়জনাস এবং ভেনমাস উভয়ের অর্থ করলে বিষাক্ত পাওয়া যায়। এদের মধ্যে কোনো পার্থক্য আছে?
avatar
+৩ টি ভোট
আইপিএস (IPS) এবং ইউপিএস (UPS) এর মধ্যে পার্থক্য কি?
আইপিএস এবং ইউপিএস উভয়ই বিদ্যুৎ না থাকলে সেসময় বিদ্যুৎ সাপ্লাই অব্যাহত রাখে। তাহলে এদের মধ্যে পার্থক্য মূলত কোন জায়গায়।

২৭৫ টি প্রশ্ন

২৬৭ টি উত্তর

৩০ টি মন্তব্য

৪৩ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar
  2. avatar
  3. avatar
  4. avatar
  5. avatar

সাম্প্রতিক ব্যাজ সমুহ

rushani একটি ব্যাজ পেয়েছেন
admin ১১ ৫৬ একটি ব্যাজ পেয়েছেন
rushani একটি ব্যাজ পেয়েছেন
ashraf97 একটি ব্যাজ পেয়েছেন
admin ১১ ৫৬ একটি ব্যাজ পেয়েছেন
...